December 22, 2024
জাতীয়

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতা নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলা শঙ্করপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি বাজার এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান।

নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) ওই ইউনিয়নের দক্ষিণ শঙ্করপাশা গ্রামের তোতা মাতুব্বরের ছেলে। সাইফুল পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব জানান।

শঙ্করপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক বলেন, সাইফুল মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটর সাইকেলে থাকা আব্দুর রহিম ও ইলিয়াস নামে এক পথচারী এ সময় আহত হন বলে জানান তিনি।

পিরোপুর সদর হাসাপাতালের চিকিৎসক আরিফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই সাইফুলের মৃত্যু হয়। আর আহত দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনকে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি নুরুল বলেন, ট্রাকসহ আটক একজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *