পিপিই পাঠানোয় বাংলাদেশকে মাইক পম্পেওর অভিনন্দন
করোনা ভাইরাস সুরক্ষাসামগ্রী হিসেবে যুক্তরাষ্ট্রে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পাঠানোর জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার (১ জুন) এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পিপিই পাঠানোর জন্য টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশকে অভিনন্দন, একইসঙ্গে এটা একটি মাইলফলক। এ কঠিন সময়ে পিপিই প্রদানে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার হবে। এছাড়া বিশ্বজুড়ে ফ্রন্ট লাইন কর্মীদের জন্য এ পিপিই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
গত ২৫ মে বাংলাদেশ থেকে বিশ্বমানের পিপিই যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয়।