পিতা-মাতার কবরের পাশে চিরশায়িত হলেন সাংবাদিক মিথুন মাহফুজ
পাইকগাছা প্রতিনিধি
পিতা–মাতার কবরের পাশে চিরশায়িত হলেন, পাইকগাছার সন্তান ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক মিথুন মাহফুজ। রোববার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা’র আগে মরদেহ নেওয়া হয় প্রেসক্লাবের সামনে। সেখান থেকে কলেজ মাঠে নিয়ে আসলে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাযা শেষে সরকারি কবর স্থানে পিতা–মাতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা’য় উপস্থিত ছিলেন মরহুমের বোন জামাই ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মরহুমের মামা ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, জিএ সবুর, অধ্যক্ষ রবিউল ইসলাম, এ্যাডঃ আবু সাঈদ, আলহাজ্ব গোলাম মোস্তফা, সেখ রুহুল কুদ্দুস, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, প্রভাষক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম রেজাউল হক, এমএম আজিজুল হাকিম। জানাযা পরিচালনা করেন, মাওঃ আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আনন্দ মোহন বিশ্বাস। উল্লেখ্য, গত শনিবার সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাংবাদিক মিথুন মাহফুজ। রাত ১০ টায় তার মরদেহ এলাকায় পৌছায়।