December 21, 2024
আঞ্চলিক

পিইসি, জেএসসিতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

দ: প্রতিবেদক

সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ খুলনার পিইসি এবং জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০১৯ সালের প্রকাশিত পিইসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ করার কৃতিত্ব দেখিয়েছে। গতকাল ফলাফল প্রকাশিত হবার সাথে সাথে শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকমন্ডলী বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। অত্র স্কুল থেকে ২০১৯ সালের (পিইসি) প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ১৮জন এ প্লাসসহ সকলেই ভাল ফলাফল অর্জন করেছে। অন্যদিকে জেএসসি পরীক্ষায় ৪২জন শিক্ষার্থীর মধ্যে ৬জন এপ্লাস, ২৪জন এ’সহ শতভাগ পাশ করে।

এ সফলতায় প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপ্যাল ফয়সাল কুদ্দুস ভুঁইয়া জানান, ‘শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মুল নিয়ামক। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। ২০০৯ সাল থেকে নগরীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ সুনামের সাথে শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছে এবং প্রতিবছরই শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে।’

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *