পাবনায় মদপানের পর বাবা-ছেলের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ পান করার পর বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল জানান, রেলগেট এলাকায় হরিজন পলিতে সোমবার তাদের মৃত্যু হয়। তারা হলেন হরিজন স¤প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।
স্থানীয়রা জানান, ওই পলিতে দুই-তিন দিন ধরে অজয় বাশফোঁড় নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে সবার জন্য নিজেদের তৈরি চেলাই মদ পানের ব্যবস্থা করা হয়।
প্যানেল মেয়র সাঈদ বলেন, ওই অনুষ্ঠানে রমেশ ও তার ছেলে সোহাগ অতিরিক্ত মদ পান করেন। পরে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম বলেন, ঘটনার দিন উপজেলা পরিষদ নির্বাচন থাকায় আমরা সেখানে ব্যস্ত ছিলাম। এদিকে কেউ এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগও করে নাই। তবে লোকমুখে শুনেছি।