November 30, 2024
জাতীয়

পাবনায় বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

পাবনার সুজানগরে ডাকাতি মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেফতারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সুজানগর থানার ওসি অরবিন্দু সরকার জানান, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসেমপুর এলাকায় গত মঙ্গলবার রাত তিনটার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। পুলিশ বলছে, সাইফুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও ‘তালিকাভুক্ত’ ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ওসি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুলকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য। এছাড়া ঘটনাস্থল থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, দুইটি ও গুলি খোসাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *