December 22, 2024
জাতীয়

পাবনায় ট্রাক-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

দক্ষিণাঞ্চল ডেস্ক

পাবনায় কভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম জানান।

নিহতরা হলেন- আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)। আহতরা হলেন- শরীফ হোসেন (৩০), আব্দুল লতিফ (৪০) ও নাজির হোসেন (৩০)।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারি পরিচালক দুলাল মিয়া বলেন, একটি মিনি ট্রাকে করে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান। পরে আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

আহতদের শরীফ ও লতিফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আর পাবনা হাসপাতালে নাজিরের চিকিৎসা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *