পাবনায় কিশোর শ্রমিককে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাবনায় এক কিশোর শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবারে জন্য দুইজনকে আটক করেছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, বৃহস্পতিবার বিকেলে চর শিবরামপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত অনিক (১৬) সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইসহাক আলীর ছেলে। শহরের ঝুটপট্টি এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির হোসিয়ারি কারখানার শ্রমিক ছিল অনিক।
পুলিশ কর্মকর্তা মিজান বলেন, কারখানায় কাজ করার সময় বিকেলে তাকে ফোনে ডেকে নেওয়া হয়। পরে চর শিবরামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জিজ্ঞাসাবারে জন্য আরও একজনকে আটক করে বলে তিনি জানান।
তবে পুলিশ আটককৃতদের পরিচয় প্রকাশ করেননি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।