November 25, 2024
জাতীয়লেটেস্ট

পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সিলেটের বানভাসি মানুষ

টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে হুহু করে পানি বেড়ে রাস্তাঘাট-বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে সিলেট নগরীসহ সবকটি উপজেলার বেশির ভাগ এলাকায়। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যার পর থেকে দ্রুতগতিতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সিলেটের বানভাসি মানুষ।

সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দারা জানান, যেসব বাড়িতে কোনোদিনই পানি ঢুকেনি। বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে সেসব বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। চারদিকে এত বন্যার পানি তারা আগে কখনোই দেখেননি। যত সময় যাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে। এ অবস্থায় বাসাবাড়িতে পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যেই রাত পার করছেন তারা।

অপরদিকে সিলেট নগরীর আরেক বাসিন্দা স্নাতকে পড়ুয়া আরিফুল ইসলাম বলেন, এখন রাত ২টা। আমার ঘরে হাঁটু পর্যন্ত পানি। সকাল না হলে পরিবার নিয়ে অন্য কোথাও বেরিয়ে যেতে পারব না। তাই জেগে জেগে ভোরের অপেক্ষা করছি।

হঠাৎ করে পানি বাড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। আবার কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।

সিলেট নগরীর মোল্লাপাড়া এলাকার এক বাসিন্দার সঙ্গে আলাপকালে বলেন, রাত পৌনে ২টায় সিলেট নগরের মোল্লাপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় পানির কারণে যদি কারো বাসাবাড়িতে থাকতে সমস্যা হয়, তাহলে যেন মসজিদে এসে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। এ ঘোষণার পর অনেকে মসজিদে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় আমি পরিবার আত্মীয়-স্বজন নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে রাত পার করছি।

এ বিষয়ে সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, আগামী কয়েক দিন অবিরত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *