January 20, 2025
জাতীয়

পাটুরিয়া নৌরুট পারের অপেক্ষায় তিন শতাধিক ট্রাক

পদ্মা নদীতে তীব্র স্রোত আর পানি বাড়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া ঘাট পয়েন্টে সকাল থেকেই পারের অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক পণ্য বোঝাই ট্রাক। সকালে যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকলেও ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) কিছুটা চাপ রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে পণ্যবোঝাই ট্রাকের র্দীঘ সারির এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের সারিও দীর্ঘ হওয়ায় পণ্য বোঝাই ট্রাকের লাইন আরসিয়ালের মোড় ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন র্কপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত থেকেই পণ্য বোঝাই ট্রাকের বাড়তি চাপ পড়ে পাটুরিয়া ঘাট পয়েন্টে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি চলাচলে আগের চেয়ে সময় কিছুটা বেশি লাগায় ফেরির ট্রিপের সংখ্যা কমে গেছে। এমনিতেও শুক্রবারে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ অন্য দিনের চেয়ে একটু বেশি থাকে।

পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন ২০টি, ছোট গাড়ি (প্রাইভেটকার) সরাসরি ফেরিতে উঠছে এবং পণ্য বোঝাই ট্রাক প্রায় তিন শতাধিক পারের অপেক্ষায় আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জানান এই র্কমকৃতা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *