পাটকেলঘাটা কুমিরায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা কুমিরায় গতকাল প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রাণালয়, ঢাকা এর অর্থায়নে ও স্বপ্ন ফাউন্ডেশনের বাস্তাবায়নের মাধ্যমে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে ৭২ জনের মধ্যে কুমিরা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা প্রতিনিধি হিসাবে তালা উপজেলা সমাজ সেবা অফিসার শেখ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযুদ্ধা সহকারী কমান্ডার এরফান সরদার, স্বপ্ন ফাউন্ডেনের সভাপতি গনেশ ঘোষ, স্বপ্ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সঞ্জীব ঘোষ, প্যানের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মেম্বর শেখ আলাউদ্দীন, যুগল ঘোষ, রাজিব বিশ্বাস, মোঃ শরিফুল ইসলাম, তানিয়া রহমান, মাধবী শিখা প্রমুখ।