May 11, 2025
আঞ্চলিক

পাটকেলঘাটায় ১২ ঘন্টার ব্যবধানে পিতা ও পুত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ১২ ঘন্টার ব্যবধানে পুত্র ও পিতার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিতা ও পুত্রের জানাযা নামাজ একসাথে অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটকেলঘাটা কাশিপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ মমিনউদ্দীন জানান, তার মাদ্রাসার মাওলানা শিক্ষক আবু মুছা (৪৮) বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি দ্বিতীয় দফায় আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

এদিকে ছেলের মৃত্যুর খবরে হতবিহব্বল হয়ে পড়েন শিক্ষক আবু মুছার বাবা কেরামত আলী (৮০)। ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টায় তিনিও নিজ বাড়িতে ছেলের কফিনের পাশে মৃত্যুবরণ করেন। পিতা ও পুত্রের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর জানাযার নামাজ শেষে সেনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা ও পুত্রকে পাশাপাশি দাফন করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *