January 8, 2025
আঞ্চলিক

পাটকেলঘাটায় বৈশাখের তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন

 

শাহিনুর রহমান, পাটকেলঘাটা

বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহের কবলে পড়েছে পাটকেলঘাটাবাসী। সারাদিনের প্রচন্ড ভ্যাপসা গরমে জনজীবন একেবারেই অতিষ্ঠ। প্রখর রোদের ভেতর খুব একটা প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হতে দেখা মিলছে না। হাটবাজার মোড়গুলোতে ঠান্ডা ডাবের পানি এমনকি রসাল ফল তরমুজ দিয়ে অনেককে  আতœা ঠান্ডা করতে দেখা যায়। মানুষের পাশাপাশি প্রাণীকুলের মাঝেও প্রচন্ড রোদেলা গরমে হিমশিম খেতে নজরে পড়ে। তাছাড়া একদিন কাজ না করলে যাদের মুখে আহার জোটে না সেই মানুষগুলো পড়েছেন মহা বিপাকে। প্রখর রোদের ভেতর কাজে ঘাম ঝরিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে যখন মানবকুল অতিষ্ঠ তখন গাছতলাকে তারা বিশ্রামের জন্য বেছে নিচ্ছেন। স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল গুলোতে এই প্রচন্ড গরমে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা মেলে। অনেকে ডায়রিয়া, জ্বর, শিশুদের সর্দি, কাশি  নিয়ে তারা ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন। তবে ডাক্তারগণ শরীর থেকে ঘাম ঝরে দুর্বল অতঃপর অসুস্থ হওয়ার কারণে বেশি বেশি স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *