January 22, 2025
আঞ্চলিক

পাটকেলঘাটায় পুলিশের চাঁদাবাজিতে মাহেন্দ্র চালকের মৃত্যু : লাশ নিয়ে সড়ক অবরোধ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

পাটকেলঘাটায় চুকনগর হাইওয়ে পুলিশের চাঁদাবাজীতে প্রান গেলো মাহেন্দ্র চালক সামাদের। বিক্ষুদ্ধ জনতা সামাদের লাশ নিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে।

সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশ মাইল নামকস্থানে চুকনগর হাইওয়ে পুলিশের এস আই মাহামুদ মোটরসাইকেল যোগে এসে বিভিন্ন মাহেন্দ্র চালকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদাবাজী করতে থাকে। এসময় মাহেন্দ্র চালক পাটকেলঘাটার নগরঘাটার চকরকান্দার মৃত আছির উদ্দীন মোড়লের পুত্র আব্দুল সামাদ মোড়ল (৪৭) পুলিশের চাঁদা না দিয়ে চলে আসলে হাইওয়ে পুলিশ সামাদের মাহেন্দ্রটিকে ধাওয়া করে। এসময় চালাক সামাদ দ্রæত গতিতে আসার সময় পাটকেলঘাটা কলেজের সামনে এসে উল্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা মাহেন্দ্র শ্রমিকরা নিহত সামাদের লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করে রাখে। তারা চাঁদাবাজ পুলিশ মাহামুদের বিচারের দাবী সহ সড়কে পুলিশের হয়রানী চাঁদাবাজী বন্ধের দাবীদে সড়ক অবরোধ করে রাখে। পরে তালা (তালা-পাটকেলঘাটা)’র এএসপি সার্কেল হুমায়ুন কবির ও ওসি ওয়াহিদ মূর্শেদ অভিযুক্ত পুলিশের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *