পাটকেলঘাটায় পলী বিদ্যুৎ সমিতির ৫ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের সংযোগ পরিষ্কারকালে বিদ্যুৎ স্পৃষ্টে পরিচ্ছন্নকর্মী শেখ ফারুক নিহতের ঘটনায় ৫জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার (জিএম) সন্তোষ কুমার সাহা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত বুধবার সকালে ফারুক নিহত হওয়ার একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জুনিয়ার ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, লাইনম্যান নিছার উদ্দীন, আব্দুল মালেক, ইয়াসিন আলী ও মাসুম বিল্লাহ সাময়িক বরখাস্ত করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সাথে জানান, এই ঘটনায় নিহত ফারুকের বড় ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং-১।