পাটকেলঘাটায় ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ডেকোরেটর ব্যবসায়ী হামিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লা…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, পাটকেলঘাটা বাজারের স্কুল রোডের ভেনাস ডেকোরেটরের স্বত্বাধিকারী ইসলামকাটী গ্রামের কাসেম আলী মোড়লের পুত্র হামিদুল ইসলাম মোড়ল গত ২রা ডিসেম্বর ব্রেইন স্টোক জনিত সমস্যায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে তিনি অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে ইসলামকাটীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার সকাল ১০টায় ইসলামকাটী অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।