পাটকেলঘাটায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাটকেলঘাটা প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা শাখার আয়োজনে ৩দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় থানার কালিবাড়ী নামযজ্ঞ অনুষ্ঠানে থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানউদ্দৌলার পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সংগঠনটির দপ্তর সম্পাদক ডাঃ সুপ্রদাশ মজুমদার, খলিষখালীর সভাপতি ডাঃ কমল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ লোকমান হোসেন প্রমুখ। এসময় ১৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল রাত ১০ টা পর্যন্ত বিরতীহীন ভাবে মেডিকেল ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হবে।