পাটকেলঘাটায় ওয়ার্ড আ’লীগ সভাপতির মৃত্যু
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউপির ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসাহী সাবেক ইউপি সদস্য সুবীর বিশ্বাস (৬৫) আর নেই। গত শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে খুলনার সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানেই রবিবার দুপুর ১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত সুবীর বিশ্বাস পারকুমিরা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শ্রীনাথ বিশ্বাসের বড় পুত্র। মৃত্যুকালে তিনি, মা, স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।