পাটকেলঘাটার একই রাতে দু’বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার সৈয়দপুরে একই রাতে দু’বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় সংঘবন্ধ ডাকাত চক্র নগদ টাকা স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে থানার সরুলিয়া সৈয়দপুর গ্রামের মৃত অজিত ঘোষের পুত্র শিক্ষক অমর ঘোষের বাড়ীর বাইরের গ্রীলের ও ভিতরের ক্লবসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ১৪/১৫ জনের একটি সংঘবন্ধ ডাকাতদল প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মিকের লুটপাট চালায়। এসময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার নগদ টাকা নিয়ে যায়। পরে পাশের বাড়ী হারান চন্দ্র ঘোষের পুত্র নির্মল ঘোষের বাড়ীতে একইভাবে প্রবেশ করে সদস্যদের জিম্মি করে ২ ভরি স্বর্ণ ও ১৫ হাজার নগদ টাকা নিয়ে চলে যায়। এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ভোররাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।