পাটকল শ্রমিকদের ৯ দফা মেনে নেওয়ার আহবান নগর বিএনপির
পাটকল শ্রমিকদের জীবনে মানবিক বিপর্যয় নেমে এসেছে দাবি করে অবিলম্বে সকল বকেয়া মজুরী-ভাতা প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া নিয়ে চলমান আন্দোলনের প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতার কথা পুর্নঃব্যক্ত করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।