পাটকল শ্রমিকদের ১১ দফা দাবীর সমর্থনে বামজোট-এর মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরী ও পাওনা পরিশোধ, বদলী শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, মিলগুলোকে পিপিপি করার ষড়যন্ত্র বন্ধসহ ১১ দফা দাবীতে চলমান রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে আজ বিকেল ৪টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা শাখা।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, এইচ এম শাহাদাৎ, মিজানুর রহমান বাবু, এড. বাবুল হাওলাদার, প্রলয় মজুমদার, কোহিনুর আক্তার কণা, নিতাই পাল, কামাল হোসেন, আব্দুর রহমান, মানিক শেখ, সোহেল আহমেদ, আকরাম আলী, উত্তম রায়, পুলক রায় প্রমুখ।