পাটকল শ্রমিকদের মজুরী কমিশন ঘোষণায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ২০১৫ সালে ঘোষিত জাতীয় মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবীতে গড়ে ওঠা দ্বিতীয় দফা আমরণ অনশন কর্মসূচি চলাকালীন ৫ দিনের মাথায় গতকাল দ্বি-পক্ষীয় বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরী স্কেল-২০১৫এর মজুরী পে-¯িøপ প্রদান করার ঘোষণায় পাট মন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, মনিরুজ্জামান, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, কৌশিক দে বাপী, আঃ হামিদ মোড়ল, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান, গৌরী মণ্ডল প্রমুখ।