পাটকল শ্রমিকদের ন্যায্য ১১ দফা মেনে নেয়ার দাবি নগর বিএনপি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ১১ দফা দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে চরম অর্থ সংকটে রয়েছে। তাদের পরিবার-পরিজনের মুখের আহার গোছাতে হিমসিম খেতে হচ্ছে। খেটে খাওয়া এই শ্রমিক ও শ্রমিক পরিবারের দিকে তাকিয়ে অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য ১১ দফা দাবি মেনে নেয়ার আহŸান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি নেতারা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি নেতারা এ দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ্ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন ও আরিফুর রহমান মিঠু প্রমুখ।