পাটকল শ্রমিকদের দাবী বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান বিএনপির
সরকার পাটকল শ্রমিকদের তিন দফায় আশ্বাস দিয়েও শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা, মজুরি ও পাটক্রয়ের টাকাসহ ৯ দফা দাবি পূরণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি।
মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ৯ দফা দাবী পূরণের যে আশ্বাস দিয়ে ছিলেন তা বাস্তবায়ন করেননি। সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নে কথা দিয়েও কথা না রাখায় আসন্ন রমজান মাসে পাটকল শ্রমিকরা অনিশ্চিত ও মানবেতর জীবন-যাপন করবে। এছাড়া অর্থের অভাবে অনেক শ্রমিকদের ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। চরম দূরাবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন শ্রমিক পরিবারগুলো। বর্তমানে পাটশিল্পের সঙ্কট এবং পাটকল শ্রমিকদের সঙ্কট একীভূত হয়ে গেছে উল্লেখ করে নেতৃবৃন্দ শ্রমিকদের পাওনা পরিশোধসহ ৯দফা দাবী বাস্তবায়নে দ্রæত উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।