পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান জেলা বিএনপির
রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী ভাতা পরিশোধ করে পবিত্র মাহে রমজানে তাদের জীবনের দূর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জেলা বিএনপি নেতারা বলেন, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের ভেতরে খুলনার পাটকল শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে প্রতিদিন রাজপথের আন্দোলনে নামছে। রোজার প্রথমদিন থেকে তারা খুলনার রাজপথ রেলপথ অবরোধ করে আন্দোলন সংগ্রাম করছে। প্রতিদিন দুই ওয়াক্ত নামাজ আদায় ও সামান্য কিছু খাদ্য সামগ্রী দিয়ে রাস্তাতেই ইফতার করছেন পাটকল শ্রমিকরা। বিবৃতিতে কোন ধরনের টালবাহানা কিংবা রাজনৈতিক স্ট্যান্ডবাজি না করে অবিলম্বে পাটকল শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, ডাঃ গাজী আব্দুল হক, গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, এ্যাড. এম এ আজিজ, মোঃ মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, মোল্লা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শামসুল আলম পিন্টু, আলী আসগর, এ্যাড. একেএম শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ।