December 22, 2024
আঞ্চলিক

পাটকল শ্রমিকদের আন্দোলনে বিভিন্ন মহলের সমর্থন

দ: প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশনের সাথে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈদিক দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেয়ার আহŸান জানান। অন্যথায় শিল্পাঞ্চলে সমূহ মানবিক বিপর্যয়ের দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেন।

খুলনা ইসলামী আন্দোলন : রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।  গতকাল বুধবার শ্রমিকদের আমরন অনশনের মঞ্চে যেয়ে এই সংহতি প্রকাশ করেন।

অবিলম্বে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহŸান জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতি সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মুফতী ইসহাক ফরীদি, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, মোঃ মোস্তফা হাওলাদার, মোঃ মেহেদী হাসান, মোঃ আল আমিন, মোঃ আব্দুস সবুর, মুহাঃ ইয়ামিন মোল্লাসহ খালিশপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ।

অপরদিকে বাম গণতান্ত্রিক জোট খুলনার উদ্যোগে এক সংহতি সমাবেশ গতকাল বুধবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার এবং টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন।

অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, কৃষক সমিতির শেখ আব্দুল হান্নান, ইউসিএলবি নেতা কাজী দেলোয়ার হোসেন, আনসিুর রহমান মিঠু, বাসদ (মার্কসবাদী) নেতা রুহুল আমিন, কোহিনুর আক্তার কণা, আব্দুল করিম, নিতাই পাল, রহমান মোল্লা, এড. নিত্যানন্দ ঢালী, আফজাল হোসেন রাজু, মোঃ মানিক শেখ, মোঃ কামাল হোসেন, সৌরভ সমাদ্দার, সনজিৎ মণ্ডল, আল আমিন প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *