December 21, 2024
আঞ্চলিক

পাটকল শ্রমিকদের আন্দোলনের সমর্থনে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ৯ ডিসেম্বর

নগর কমিটির সভা অনুষ্ঠিত

 

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া প্রদান, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা বাস্তবায়ন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যের উদ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আগামী ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এ কর্মসূচি পালিত হবে। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে মহানগর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।

সভায় পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, কার্যকরী বাজার ব্যবস্থাপনার অভাবে এক শ্রেণির মধ্যসত্বভোগী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছেন। এতে সরকারের ভারমূর্তি ক্ষুন্ন হচ্ছে। একই সাথে দীর্ঘদিন আন্দোলনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি পুরণ না হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। সার্বিক বিবেচনায় সাধারণ নিম্মবিত্ত, মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ কষ্টের দিন যাপন করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সাত্তার মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কমরেড মনিরুজ্জামান, মনির আহম্মেদ, খলিলুর রহমান, নারায়ন চন্দ্র সাহা, আমিরুল ইসলাম, কৌশিক দে বাপী, মো. আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, কামরুল হোসেন জোয়াদ্দার, বাবুল আখতার, হাফিজুর রহমান প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর চতুন মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফারুক উল ইসলামের অসুস্থ স্ত্রীর আরোগ্য কামনা করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *