May 11, 2025
আঞ্চলিকলেটেস্ট

পাটকল শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহŸান শ্রম প্রতিমন্ত্রীর

দ: প্রতিবেদক

খুলনা-যশোরসহ দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের আহŸান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তার বক্তৃতাকালে এ আহবান জানান।

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই বন্ধ মিল-কলকারখানাগুলো চালু হয়েছে। তিনি আপনাদের বেতন-ভাতা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অভুক্ত রেখে নিজে পেটভরে খেতে পারেন না। আপনারা বোঝেন না। কথায় কথায় আন্দোলনের ডাক দেন, ধর্মঘট করেন। এতে মানুষের ভোগান্তিই বাড়ে কমে না।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দাবি নিয়ে আলোচনা করুন। পর্যায়ক্রমে দাবি বাস্তবায়ন করা হবে। অতএব আন্দোলন বন্ধ করুন। উৎপাদনে মনোনিবেশ করুন। শিল্পাঞ্চলের প্রাণ ফিরিয়ে আনুন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *