December 22, 2024
আঞ্চলিক

পাটকল শ্রমিকদের অনশনে সিপিবির সংহতি প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি না মানায় পুনঃ অনশনরত শ্রমিকদের সাথে খালিশপুরের অনশনস্থলে গিয়ে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেখানে অনশনরত শ্রমিকদের সাথে অবস্থান করেন এবং সংহতি বক্তব্য রাখেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রÑটিইউসি’র জেলা সভাপতি ও সিপিবি’র মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ,  সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সিপিবি নেতা ফরহাদ হোসেন মিটন, এস এম চন্দন, আঃ রহামান মোল্লা প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *