পাটকল শ্রমিকদের অনশনে টিইউসির সংহতি
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দেশব্যাপী অনশন কর্মসূচির অংশ হিসেবে খুলনা অঞ্চলের গণ-অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন টিইউসি’র জেলা সভাপতি শ্রমিকনেতা এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন প্রমুখ। তারা বলেন, অবিলম্বে পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়ন করে অনাহারে অর্ধাহারে থাকা শ্রমিক পরিবারদেরকে স্বাভাবিক জীবনযাত্রা পালনের সহায়তা করার আহŸান জানান।