পাটকলের শ্রমিকদের অভুক্ত রেখে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়
ওয়ার্কার্স পার্টির বিবৃতি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিক-কর্মচারীদের অভুক্ত রেখে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমযান শুরু হলেও রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা মজুরী বেতন এখনও পরিশোধ করা হয়নি। শ্রমিকরা দুর্বিসহ মানবেতর জীবন-যাপন করছে। বর্ণিত অবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে অভুক্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরীসহ সকল পাওনাদি পরিশোধ করার জোর দাবি জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড এড. মিনা মিজানুর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনসার আলী মোল্লা, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড গাজী নওশের আলী, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড সন্দীপন রায়, কমরেড মনির আহমেদ, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড মোঃ খলিলুর রহমান প্রমুখ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-১), খুলনা জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোজাম্মেল হক।