December 23, 2024
আঞ্চলিক

পাচারকালে জব্দ ৮ লাখ চিংড়ির রেণু নদীতে অবমুক্ত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরিশালে পাচারকালে জব্দ করা প্রায় আট লাখ গলদা চিংড়ির রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের উপস্থিতিতে রেণুগুলো অবমুক্ত করা হয়।

সকালে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজা থেকে একটি ট্রাকে ড্রামভর্তি ৭ লাখ ৭৫ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করে। এ সময় ট্রাকের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, রেণুগুলো ভোলা থেকে খুলনায় পাচার করা হচ্ছিল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ রেণুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত ও জব্দ ট্রাকটি কোতয়ালি পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *