পাকিস্তান সুপার লিগে ‘প্লাটিনাম’ মোস্তাফিজ
আগামী রোববার (১০ জানুয়ারি) লাহোরে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। মঙ্গলবার এই প্লেয়ার্স ড্রাফটের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। রোববার এই তালিকা থেকেই নিজেদের দল গোছানোর কাজটা সারবে অংশগ্রহণকারী ছয়টি দল।
প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ পর্যায়ের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে শুধুমাত্র তাকেই রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে।
প্লাটিনাম ক্যাটাগরিতে ক্রিস গেইল, এভিন লুইস, রশিদ খানদের মতো টি-টোয়েন্টি তারকাদের সঙ্গে আছেন মোস্তাফিজ। ড্রাফটের আগে নিজেদের মধ্যকার ট্রেড সম্পন্ন করবে দলগুলো। আগের মৌসুমের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে সর্বোচ্চ ৮ জনকে ধরে রাখতে পারবে তারা।
পিএসএলের এবারের আসরটি হবে ফেব্রুয়ারি-মার্চে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অনেক বিশ্বতারকাকেই এবার পাওয়া যাবে এ টুর্নামেন্টে। আবার অনেকে খেলবেন অল্প কয়েকটি ম্যাচ।
বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজও যে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না, তা বলে দেয়াই যায়। কেননা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। পরে আবার নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের।
এর আগে ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। সেবার খেলতে পেরেছিলেন মাত্র ৫ ম্যাচ, যেখানে ৬.৪৩ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ পেসার। মিতব্যয়ী বোলিংয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি।
মোস্তাফিজ ছাড়াও এর আগে পিএসএল খেলেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম। পিএসএলের সবশেষ আসরেও মাঠ মাতিয়েছেন তামিম। তার দল ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়কের।
পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা
লেন্ডল সিমনস (ওয়েস্ট ইন্ডিজ), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), মঈন আলি (ইংল্যান্ড), ডেভিড মালান (ইংল্যান্ড), টম ব্যান্টন (ইংল্যান্ড), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), মোহাম্মদ নাবী (আফগানিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সন্দ্বীপ লামিচানে (নেপাল)।