December 25, 2024
আন্তর্জাতিক

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয় ১৬টি জঙ্গি ঘাঁটি, দাবি ভারতের!

দক্ষিণাঞ্চল ডেস্ক
বিমান হামলায় বালাকোটে ১০০০ কেজির বোমা ফেলে ভারত। তবুও নির্মূল করা যায়নি জঙ্গি ঘাঁটি। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নাকি এখনও সক্রিয় রয়েছে ১৬টি জঙ্গি ঘাঁটি। ভারতী গোয়েন্দারা এমনই খবর জানিয়েছেন। এই নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তৈরি করে ফেলেছেন তারা।
জানা গেছে, যে ১৬টি জঙ্গি ঘাঁটির হদিশ গোয়েন্দারা জানতে পেরেছেন তার মধ্যে ১১টি রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। এই ১১টার মধ্যে পাঁচটি রয়েছে মুজফফরাবাদ, কোটলি, বুর্নালায়। আর বাকি পাঁচটি জঙ্গি ঘাঁটি রয়েছে পাকিস্তানের মনসেরা এবং পাঞ্জাবে।
এই ঘাঁটিগুলিতে উদ্দাম গতিতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। রয়েছে লঞ্চপ্যাড, যেখানে কমান্ডো পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদের। সেখানে জঙ্গিদের আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে স্নিপার অ্যাটাক, পানির তলায় কীভাবে আক্রমণ হানা যায়, সেসব শেখানো হয়।
২০১৮ সালের হিসেব অনুযায়ী ৫৬০ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই শিবিরগুলিতে। সূত্রের খবর, এই সব জঙ্গি ঘাঁটিগুলির অস্তিত্ব যে পাকিস্তানে রয়েছে তা বিশ্বকে জানাতে স্যাটালাইট ইমেজে অন্যান্য দেশগুলিকে তা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *