পাকিস্তানের বিপক্ষে আজ প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রথম দফায় গেল মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিলো বাংলাদেশ। নিরাপত্তার ঘেরা টোপে আটকে ছিলো পুরো বাংলাদেশ দল। গতকাল ভোরে দ্বিতীয় দফার সফরে পাকিস্তানে পৌছায় টাইগাররা। সেখানেই পৌছেই নিরাপত্তার বেষ্টনিতে আটকে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় আজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে মোমিনুল হকের দল। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্টটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ম্যাচ বলে, দু’দলের কাছেই টেস্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশীপে পাকিস্তানের পঞ্চম, বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ এটি। পাকিস্তানের লক্ষ্য দ্বিতীয় জয়; বাংলাদেশের প্রথম।
প্রথম দফায় চার্টার্ড বিমানে পাকিস্তান সফরে গিয়েছিলো বাংলাদেশ। সিরিজ শেষে আবার সেই বিমানে করেই দেশে ফিরে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। লাহোরে হওয়া সিরিজের প্রথম দু’ম্যাচ যথাক্রমে ৫ ও ৯ উইকেটে হারে মাহমুদুল্লাহর দল। তৃতীয়টি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। ফলে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় টাইগাররা। ম্যাচ পরিত্যক্ত হবার দিনই দেশে ফিরে আসে মাহমুদুল্লাহ-তামিমরা।
তবে দ্বিতীয় দফায় কাতার এয়ারওয়েজে কাতারের দোহা হয়ে ইসলামাবাদ পৌঁছায় বাংলাদেশ। এরপর কড়া নিরাপত্তায় টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছায় টাইগাররা। গতকাল কোন অনুশীলন করেনি বাংলাদেশ দল। পুরো দলই হোটেলে বিশ্রামে ছিলো। এমনকি গতকাল অনুশীলন করেনি পাকিস্তানও। কারন গতকাল ‘কাশ্মীর-সংহতি দিবস’ পালন করেছে তারা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ থাকায় ছুটি কাটিয়েছে আজহার আলির দল। তবে ম্যাচের আগের দিন, আজ দু’দলই অনুশীলন করছে।
একদিন অনুশীলনের সুযোগ পাওয়ায় অখুশী বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘এটি মোটেও আদর্শ নয়। আপনি সব সময় চাইবেন, টেস্ট খেলার জন্য অন্তত সাত থেকে আট দিন আগে ঐ শহরে পৌঁঁছাতে। সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং অন্তত কয়েকদিন অনুশীলনও করবেন। আমরা এবারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলেদের ওখানে গিয়ে অনুশীলন করেই মাঠে নামতে হবে। আমরা সেখানে বুধবার সকালে পৌছাবো। বৃহস্পতিবার অনুশীলন করবো এবং শুক্রবার থেকে টেস্ট খেলবো। তাই এটি মোটেও ভালো প্রস্তুতি নয়।’
তবে পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন ডোমিঙ্গো, ‘আমরা টেস্টে খুব ভালো খেলিনা। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। পাকিস্তানকে চাপে রাখতে পারবো। তবে কাজটি কঠিন। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত নভেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তাই টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অ্যাকাউন্টে কোন পয়েন্ট এখনো জমা পড়েনি।
পাকিস্তানের বিপক্ষে প্রায় পাঁচ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলো টাইগাররা। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। খুলনায় হওয়া প্রথম টেস্টটি ড্র করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে ড্র’র স্বাদ নেয় টাইগাররা। তামিম ২০৬ ও ইমরুল ১৫০ রান করেন। উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ ছিল ৩১২ রান । বিসিএলে অপরাজিত ৩৩৪ রানের আগে তামিমের ২০৬ রানটিই ছিলো ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আর সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফর করেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীণ দলটি। তবে ঐ সিরিজের স্মৃতি এখনও কাঁদায় বাংলাদেশকে। মুলতানে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের কাছে ১ উইকেটে হার মানে টাইগাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের অপরাজিত ১৩৮ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৯টিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র ড্র’টি ছিলো খুলনায় তামিম-ইমরুলের ব্যাটিং দৃঢ়তায়।
এদিকে, দ্বিতীয় দফায় বাংলাদেশের পাকিস্তানে আসার তথ্যটি নিজেদের অফিশিয়াল টুইটারে বেশ আনন্দের সাথে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ দলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসিবি লিখেছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট।’
২০০৯ সালের পর দ্বিতীয়বারের মত পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়েছিলো শ্রীলংকা ক্রিকেট দল। ঐ সফরে লাহোরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরুর আগে লংকানদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলা করে পাকিস্তানের জঙ্গিরা। এরপর থেকে পাকিস্তান সফরে যায়নি টেস্ট খেলুড়ে দেশগুলো। স¤প্রতি শ্রীলংকা-জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সংক্ষিপ্ত সফরে সাদা বলে কিছু ম্যাচ খেলে। আর গেল ডিসেম্বরে প্রথমবারের মত শ্রীলংকাই পাকিস্তান সফরে দু’টি টেস্ট খেলে। ১-০ ব্যবধানে সিরিজটি জিতে পাকিস্তান। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে অস্ট্রেলিয়ার মাটিতে ২ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তাই টেস্ট চ্যাম্পিয়নশীপে ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও ১ ড্র’তে ৮০ পয়েন্ট রয়েছে পাকিস্তানের।