পাকিস্তানের পাঞ্জাবে ট্রেনে বিস্ফোরণে নিহত ৭৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাবে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ জিও টিভিকে জানান, এঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। আরও অন্তত ৩০ জন আহত হয়েছে, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামে ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
রেলমন্ত্রী ডনকে বলেন, হতাহতদের মধ্যে তাবলিগ জামাতের লোকরা ছিলেন, যারা রাইওয়ান্দ যাচ্ছিলেন। তারা সকালের নাস্তার তৈরির সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। হতাহতদের মধ্যে নারী, শিশুও আছে। তবে কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রেল কর্মকর্তা নাবিলা আসলাম বলেন, ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে উঠা নিষেধ আছে। যাত্রীরা নিশ্চয় সিলিন্ডার কাপড়ের ভেতরে লুকিয়ে নিয়ে ট্রেনে উঠেছিল। ট্রেন থেকে লাফিয়ে পড়তে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে এর আগে জিও টিভিকে জানান রেলমন্ত্রী।