November 24, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির

কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনা ও গুঞ্জণের পর অবশেষে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সেইসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে দেশটির সংবাদ মাধ্যম ডন এ খবর দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে এই ঘোষণা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তার সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করার ক্ষেত্রে নিজের পছন্দটি বেঁচে নিয়েছেন।

তিনি আরও বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পাকিস্তানের একটি আন্তঃসেবা ফোরাম, যা দেশটির তিনটি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে। সিজেসিএসসি দেশটির প্রধানমন্ত্রী এবং জাতীয় কমান্ড কর্তৃপক্ষের প্রধান সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *