December 23, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের রাজস্থানে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমানবাহিনী। সোমবার ভারতীয় রাডারে গোয়েন্দা ড্রোনটির উপস্থিতি ধরা পড়লে তা ভূপাতিত করা হয়। বিমানবাহিনীর এই দাবি সত্য হলে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় ড্রোন ভূপাতিতের ঘটনা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজস্থানের বিকানেরে বিমানবাহিনীর সুখোই-৩০এমকেআই ওই ড্রোনটি ভূপাতিত করে। এর আগে গত ২৬ ফেব্র“য়ারি গুজরাটে ইসরায়েলি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আরেকটি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছিল ভারত। ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জের ধরে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন প্রশমিত হওয়ার পথে, তখনই ড্রোন ভূপাতিত করার দাবি করল দিলি­।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *