পাকিস্তানের জয়ে স্ট্যাটাস দেওয়া সেই শিক্ষিকার কারাদণ্ড
‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’- রাজস্থানের নিরাজ মোদি স্কুলের শিক্ষিকা নাফিসা আটারি এখন হয়তো এটাই ভাবছেন। কারণ পাকিস্তানের জয়ে স্ট্যাটাস দেওয়ায় রাজস্থানের সেই শিক্ষিকাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
২৪ অক্টোবর ভারতের বিপক্ষে পাকিস্তান ১০ উইকেটের বিশাল জয় পায়। সেই জয়ের পর নাফিসা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘আমরা জিতে গেছি।’
পরে এক ছাত্রের অভিভাবকের নজরে এলে মুহূর্তেই এই স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এরপর চাকরি তো খুইয়েছেনই, ক’দিন পর পুলিশ গ্রেফতার করে নাফিসাকে। পরে রাজস্থানের শিক্ষিকাকে কারাদণ্ড দেওয়া হয়।
নাফিসার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করেন হিন্দুত্ববাদী বজরং দলের সদস্য রাজেন্দ্র পারমার। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পারমার বলেছেন, ‘এদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। ভারতের খেয়ে পরে তাদের জয় সে কীভাবে উদযাপন করে!’
নাফিসা এজন্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, ‘কেউ আমাকে ইমোজি দেওয়া এক মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছিল, আমি পাকিস্তান সমর্থন করি কি না। তার মানে এই না যে আমি পাকিস্তানের সমর্থন করি। ভারতীয় হিসেবে আমি আমার দেশকে ভালোবাসি।’
আপাতত জামিনে থাকলেও নাফিসা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এমনকি তার আইনজীবীও বলেছেন, ‘তার সঙ্গে পুলিশ যা করেছে, তা অপরাধের শামিল। কেউ যদি ভুল করে বা কারও সঙ্গে একমত না হয়, সেটার মানে তো এই না যে সে দেশদ্রোহী।’