‘পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’য়ে অংশ নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি হলেও পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে। কেননা গণহত্যার বিচারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কোনো দেশের বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার যে কোনো সময় হতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।