পাকিস্তন সফর বাতিল করল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাকিস্তন সফর বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। খেলোয়াড়দের কাঁধে বাড়তি কাজের চাপ যেন না পড়ে, এজন্য পাকিস্তন সফর বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী মার্চে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তন সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু আগামী মাসেই ভারত সফরে যাবে দলটি। ফলে পাকিস্তন সফরে টানা ম্যাচ খেলতে গিয়ে ক্রিকেটারদের বাড়তি চাপ নিতে হবে। এজন্য পাকিস্তন সফর বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকা বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপর তারা ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ম্যাচের সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে। ৭ মার্চ সিরিজ শেষ হওয়ার পর তারা ভারত সফরে যাবে।
আগামী ২৮ মার্চ আইপিএল শুরু হবে। সেখানে বেশ কয়েকজন প্রোটিয়া ক্রিকেটারও খেলবেন। ফলে দুই সপ্তাহের মধ্যে আবার পাকিস্তন সফরে তিনটি বাড়তি সাদা বলের ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ হয়ে যাবে। ফলে পাকিস্তন সফর বাতিল করাকেই যৌক্তিক সিদ্ধান্ত মানছে দক্ষিণ আফ্রিকা।