November 26, 2024
আঞ্চলিক

পাওনা পরিশোধের দাবিতে বেসরকারি জুটমিল শ্রমিকদের অনশন পালিত

 

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, এ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিল চালু ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আংশিক চালুকৃত সোনালী জুট মিল পুর্ণাঙ্গরূপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গতকাল বুধবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে শ্রমিকরা। শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি রবিবার সকাল ১০টায় খুলনা যশোর মহাসড়কের শিরোমণিতে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা। বেলা ১টার সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা ব্রাঞ্চ এর সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক সোহেল শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভঙ্গ করান। এ সময় তিনি শ্রমিকদের দাবি পুরনে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানান।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন  সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সহ-সভাপতি সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল হোসেন, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিল কাজী,  ইকবাল বিশ^াস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), শেখ মোঃ  ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম, মোঃ আলাউদ্দিন, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর, আবুল কাশেম, আবুল হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ ফরহাদ মোড়ল, মোঃ ইয়াসিন আলী, মোঃ হাফিজ, জয়, মোঃ জিন্নাহ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *