January 20, 2025
জাতীয়

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

 নড়াইল সদর উপজেলার বাহির গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের জুয়েল ও অহিদুরের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাহির গ্রামের প্রতিবেশী মৃত মোস্তফার ছেলে জুয়েল ধানের বিছালীর (খড়) ব্যবসা করার জন্য তানিয়ার কাছ থেকে ১৫ (পনের) লাখ টাকা ধার নেন। তনিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল বিভিন্ন সময় এসিড মেরে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকির কারণে নিরাপত্তার অভাবে তানিয়া ১৩ আগস্ট নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং যশোর শংকর পাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়ি চলে যায়। গ্রাম্য ভাবে বিষয়টি মীমাংসার কথা বললে সোমবার তানিয়া তার বাবার বাড়িতে আসে। ওই দিন রাতে সাধারণ ডায়েরির কপি দেখানোর জন্য তানিয়া তার বাবার বাড়ি থেকে পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় জুয়েল ও তার সহযোগী অহিদুর তানিয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তানিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল থানার উপ পরিদর্শক (এসআই) মো. শফি উদ্দিন জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থে তানিয়ার শরীর পুড়ে গেছে। এসিড নিক্ষেপকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *