July 1, 2025
আঞ্চলিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

পাইকগাছা হরিঢালীসহ ৪ ইউপিতে ভোট ১৪ জুলাই

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভোট গ্রহণের পূর্বে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় চারটি ইউনিয়ন পরিষদে আগামী ১৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের (নির্বাচন পরিচালনা শাখার-২) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের খাউলিয়া ও কচুয়া এবং সুনামগঞ্জের ভাতগাও এই চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জুন। প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ভোটগ্রহণের তারিখ ১৪ জুলাই।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *