পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত সহোচরদের দীক্ষা প্রদান অনুষ্ঠান রোববার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্র“পের সভাপতি মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু।
রোভার স্কাউট গ্রুপের প্রধান প্রভাষক মোমিন উদ্দীন, হারুন-অর-রশিদ ও সুস্মিতা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আজহার আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন অধ্যাপক জি,এম,এম, আজহার”ল ইসলাম, উপজেলা স্কাউট’স-এর সম্পাদক জয়দেব রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, কাব কমিশনার আশুতোষ কুমার মন্ডল। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিষ্ণুপদ মন্ডল, আলহাজ্ব রফিকুল ইসলাম, আমানউল্লাহ গাজী, প্রভাষক নিলিমা খাতুন, নাজমিন নাহার, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, সোমা রায়, লুৎফা ইসলাম, তরুন কান্তি মন্ডল, শিক্ষক প্রদীপ কুমার শীল, মহিলা আ’লীগনেত্রী জুলি শেখ, যুবলীগনেতা শফিকুল ইসলাম, স্কাউট সদস্য এরশাদ আলী, জাকির হোসেন ও সুস্মিতা। অনুষ্ঠানে রোভার স্কাউট গ্রুপের ১৯জন নবাগত সহোচর দীক্ষা গ্রহণ করে।