পাইকগাছা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সরকারি কলেজের উদ্যোগে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব উপলক্ষে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে “দুর্নীতি রুখব, সোনার বাংলা গড়ব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক বুলি ও প্রভাষক আসাবুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, অরুন জ্যোতি মন্ডল, সুফল মন্ডল, আবু সাঈদ, উজ্জ্বল বিশ্বাস, হারুন অর রশিদ, সাংবাদিক এন ইসলাম সাগর ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।