পাইকগাছা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী জনসচেতনতা মূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, আনোয়ার ইকবাল মন্টু, অধ্যাপক শেখ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, আমান উল্লাহ আমান, লুৎফা ইসলাম, আমেনা খাতুন, আসমা আক্তার, মাহাবুবা নাজনীন ইরানী, মাধূরী মন্ডল, সোমা রায়, আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, সাংবাদিক এন ইসলাম সাগর ও নিজাম উদ্দীন।