পাইকগাছা সরকারি কলেজের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি কলেজের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে কলেজ মিলনায়তনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভসূচনা করেন, কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ, আ জ ম আব্দুল হাকিম, আমান উল্লাহ আমান, শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, তরুণ কান্তি মন্ডল, মাসুদুর রহমান মন্টু, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মোমিন উদ্দীন, সোমা রায়, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, সুষ্মিতা সরকার, উজ্জ্বল বিশ্বাস, আবু সাঈদ, মাধুরী রানী মন্ডল, সুলতানা জাহান, নাজমিন নাহার, মল্লিকা অধিকারী, পলাশ কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষার্থী নয়ন বিশ্বাস, ওশিন ও সুমাইয়া।