পাইকগাছা সমিতির উন্নয়নে এমপি’র আর্থিক অনুদান প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপনে সম্মতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত বৃহস্পতিবার মন্ত্রীর সরকারী বাসভবনে আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সৌজন্য সাক্ষাত করে দাবী জানালে দাবীর সাথে একাত্বতা পোষণ করে মন্ত্রী যুগ্ম জেলা জজ আদালত স্থাপনে সম্মতি প্রদান করেন। এদিকে আইনজীবী সমিতির উন্নয়নে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এদিকে সমিতির সার্বিক উন্নয়নে গতকাল রবিবার দুপুরে সংসদ সদস্য বাবু’র পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। আইনজীবী সমিতি মিলনায়তনে এমপি’র পক্ষ থেকে অনুদানের চিঠি সমিতির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর, জিএ সবুর, অজিত কুমার মন্ডল, আবুল কালাম, শেখ আব্দুর রশিদ, শিবু প্রসাদ সরকার, শফিকুল ইসলাম কচি, সুকুমার দেবনাথ, ভবরঞ্জন মন্ডল, অবনী মোহন সানা, সরদার সুবেহ সাদিক, যুবলীগনেতা আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, জাকির হোসেন, ইউপি সদস্য বিশ্বজিৎ রায় ও সাবেক সদস্য আব্বাস মোল্লা।