পাইকগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে কোন পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী না থাকায় প্রতিদ্ব›িদ্ব সকল প্রার্থীদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।
ঘোষিত ফলাফল অনুযায়ী এফএমএ রাজ্জাক সভাপতি, তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ সহ-সভাপতি, এম মোসলেম উদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক ও এন ইসলাম সাগর যুগ্ম-সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইমদাদুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিভাসেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমথ রঞ্জন সানা ও নির্বাহী সদস্য রবিউল ইসলাম। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকসহ দুটি সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন নাই।